বাবলা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বুধহাটা ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের জয়লাভ

0
147

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বুধহাটায় প্রয়াত বাবলা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় বুধহাটা বি বি এম কলেজিয়েট স্কুল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ ফাইনাল খেলায় বুধহাটা ফ্রেন্ডস স্পোর্টিং ক্রিকেট একাদশ ও কাদাকাটি যুব মজলিস ক্রিকেট একাদশ পরস্পরের মুখোমুখি হয়। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে কাদাকাটি যুব মজলিস ক্রিকেট একাদশ নির্ধারিত ৬ উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে বুধহাটা ফ্রেন্ডস স্পোটিং ক্রিকেট একাদশ ৫ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে জয়ের লক্ষ্যে পৌছে যায়। ফাইনাল খেলাটির শুভ উদ্বোধন করেন, প্রয়াত সমাজ সেবক বাবলা’র মেঝো ভাই ও বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোসাদ্দেক। এসময় কাদাকাটি ইউপির সাবেক চেয়ারম্যান মফিজুল হক মোড়ল, বুধহাটা ইউনিয়ন যুবলীগ সভাপতি এজদান আলী, শ্রমিকলীগ সভাপতি ও ইউপি সদস্য প্রার্থী হাতেম আলী, ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মাজেদ গাজী প্রমুখ উপস্থিত ছিলেন। খেলা শেষে চাম্পিয়ান দলকে ৩২ ইঞ্চি এলইডি টিভি ও রানাআপ দলকে ২৪ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার দেওয়া হয়।