বাজাজ পালসার এন-২৫০ মোটরসাইকেল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে উপহার

0
15

ঢাকা অফিসঃ গত ৭ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাগনের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বাংলাদেশের সড়কে ৩৫০সিসির মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হয় । এর ভিত্তিতে উত্তরা মোটর্স লিমিটেড সর্ব প্রথম উচ্চতর সিসির একটি বাজাজ পালসার এন-২৫০ মোটরসাইকেল মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা  আসাদুজ্জামান খাঁন, এমপি, মহোদয়কে উপহার স্বরূপ প্রদান করেন উত্তরা মোটর্স এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক  মতিউর রহমান।
দেশের শীর্ষস্থানীয় অটোমোবাইল আমদানিকারক, প্রস্তুতকারী এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটর্স এর চেয়ারম্যানের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী দুইÑ এক মাসের মধ্যে দেশের মোটরসাইকেল ক্রেতাদের জন্য উচ্চতর সিসির বাজাজ পালসার এন-২৫০ মোটরসাইকেল বাজারে নিয়ে আসবে। এতে করে বাজাজ পালসার মোটরসাইকেল গ্রাহকদের বহুদিনের প্রত্যাশা পূরন হবে।
বাংলাদেশে বাজাজই প্রথম কোম্পানী যারা ১৬৫ সিসির অধিক উচ্চতর ক্ষমতার বাজাজ পালসার এন-২৫০ সিসি মোটরসাইকেল বাজারে নিয়ে এলো এবং পর্যায় ক্রমে আরও বেশি সিসির মোটরসাইকেল বাজারে নিয়ে আসবে। এটি বাংলাদেশে মোটরসাইকেল শিল্পে একটি মাইলফলক হয়ে থাকবে।
উচ্চ সিসির বাজাজ পালসার এন ২৫০ মোটরসাইকেল আধুনিক ও এর নিরাপত্তা ব্যবস্থাও অনেক উন্নত, এতে দুর্ঘটনার ঝুঁকিও অনেক কম।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here