বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্যর সাথে যুব মহিলা লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ মতবিনিময়

0
404

এইচ এম শহিদুল ইসলাম, মোরলগঞ্জ (বাগরহাট) প্রতিনিধি: বাগরহাট-৪ (মোরলগঞ্জ-শরণখালা) সংসদ সদস্য জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেনের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
রোববার দুপুরে সংসদ সদস্যর বাসভবনে অনুষ্ঠিত মতবিনিয় সভায় ছিলেন, যুব মহিলা লীগ ঢাকা মহানগর (উত্তর) সহ-সভাপতি খাদিজা আকতার শিল্পী, আইন বিষয়ক সম্পাদক আসমা আইরিন বিথী, ঢাকা মহানগর (দক্ষিণ) সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফাতিমা আরজু পলি , উপজেলা যুবলীগ আহবায়ক মোজাম্মেল হক মাজাম, পৌর যুবলীগ আহবায়ক আসাদুজ্জামান বিপু , যুব মহিলা লীগ নেত্রী নুরুনাহার সহ স্থানীশ নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় মোরলগঞ্জ ও শরণখোলা উপজেলা ও ইউনিয়ন যুব মহিলা লীগ এর কমিটি গঠনের বিষয়টি প্রাধান্য পায়। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে তনমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে হবে। দলীয় সকল কোন্দল ও দ্বিধা দ্বন্ধ নিরসন করে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে মতবিনিময় সভায় নির্দেশনা প্রদান করা হয়। ##