টাইমস প্রতিনিধি:
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বুধবার (২৯ নভেম্বর)। আর এ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমস্বয় পরিষদের ব্যানারে টিপু-জাহিদ পরিষদ এবং বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে হাই-আলতাফ পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচনে জয়লাভের জন্য দুই প্যানেলের প্রার্থীরা ভোটাদের দ্বারে দ্বারে ছুটছেন। এবারের নির্বাচনের ৩৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিকে সম্প্রতি সন্ত্রাসী হামলায় সিনিয়র আইনজীবী নূর মোহাম্মদ গুরুত্বর আহত হন। এ ঘটনায় তিনি নির্বাচনে অংশ নেওয়া এক প্রার্থীর নামে অভিযোগ করেন। ফলে এ হামলার ঘটনাটি নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পরে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
নির্বচানে টিপু-জাহিদ পরিষদের সভাপতি পদে বর্তমান সভাপতি ড. এ. কে আজাদ ফিরোজ (টিপু), সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ জাহিদ হোসেন (জাহিদ), সহ-সভাপতি (সিনিয়র) পদে তুষার কান্তি বসু, সহ-সভাপতি (জুনিয়র) মো. সলিমুল্লাহ শেখ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. আহসান কবির মুক্ত, সহকারী সম্পাদক (অর্থ ও হিসাব নিরীক্ষণ) ফকির মো. নওরেশুজ্জামান (লালন), সহকারী সম্পাদক (গ্রন্থ ও আসবাবপত্র) দেবদাস রানা, সহকারী সম্পাদক (ধর্ম বিষায়ক) বালী নাছের ইকবাল, সহকারী সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মো. মোসলেম উদ্দিন। এছাড়া নির্বাহী সদস্য পদে শামস উদ্দিন, বিথীকা রাণী পাল, রোকসানা পারভীন রুপা, স্মৃতিকণা মজুমদার, ফারজানা খাতুন সাথি, মো. শাহিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরদিকে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ ব্যানারে সভাপতি পদে একেএম আব্দুল হাই, সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন, সহ-সভাপতি (সিনিয়র) চাকলাদার সাহাব উদ্দীন আহমেদ, সহ-সভাপতি (জুনিয়র) মো. এনায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম জিন্না, সহকারী সম্পাদক (অর্থ ও হিসাব নিরীক্ষন) শেখ মো. শরিফুল ইসলাম (ঠান্ডু), সহকারী সম্পাদক (গ্রন্থ ও আসবাবপত্র) কুহেলী পারভীন, সহকারী সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) এস.এম মাহাবুব মোর্শেদ লালন, সহকারী সম্পাদক (ধর্ম বিষায়ক) সিরাজুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া নির্বাহী সদস্য পদে শেখ মোশারেফ হোসেন, এসএম ইমরান হোসাইন, হুমাউন কবির খান, হারেফা খাতুন আরিফা, আনোয়ারা পারভীন, আমিনুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগ সমর্থিত সভাপতি প্রার্থী ডক্টর এ কে আজাদ ফিরোজ টিপু বলেন, ‘এবারের নির্বাচনেও আমাদের প্যানেলের সবাই নির্বাচিত হবেন বলে আশা করছি।’
বিএনপি সমর্থিত সভাপতি প্রার্থী এ কে এম আব্দুল হাই বলেন, ‘সুষ্টু, নিরেপক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হলে এবারের নির্বাচনে আমাদের প্যানেলই বিজয়ী হবে।’
নির্বাচন কমিশনার খান গোলাম মোস্তফা বলেন, ‘শান্তপূর্ণভাবে জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন করতে সব প্রস্তুতি শেষ হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৩৭৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।’