বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জের পিসি বারুইখালী গ্রামে রুহুল আমিন ফরাজীর অপকর্মের বিচার চেয়ে তার স্ত্রী-সন্তান ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার দুপুরে নিজগ্রামে বাড়ির সামনে এ মানববন্ধন কর্মসূচির মাধ্যমে রুহুলের বিচার দাবি করেন এলাকাবাসী ও তার স্ত্রী সন্তানেরা।
এসময় বক্তব্য দেন, রুহুল ফরাজীর স্ত্রী আমেনা বেগম, ছেলে রাসেল ফরাজী, ভাই পান্না ফরাজী, নুরু ফরাজী, ভাইয়ের ছেলে সোহাগ ফরাজী, স্থানীয় রেখা বেগম, কামাল খলিফা, সেবাহান, ফিরোজা বেগম, মালেক ব্যাপারীসহ স্থানীয় অনেকে। রুহুল ফরাজীর স্ত্রী আমেনা বেগম বলেন, আমার ছোট দেবরের ছেলের বউকে তার সংসার থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে আমার স্বামী। আমার স্বামী এখন ওই বউয়ের বড় বোনকে বিয়ের জন্য পাগল প্রায়। এছাড়াও নারী ঘটিত বিভিন্ন ঘটনায় আমার ছেলে মেয়ে নিয়ে সমাজে মুখ দেখানো যাচ্ছে না।
রুহুলের ছেলে রাসেল ফরাজী বলেন, আমার পিতা আমার চাচাতো ভাইয়ের সাবেক বউয়ের বড় বোনকে বিয়ে করতে চায়। তার এ হীন মনবাসনা পূরণ করতে সে এলাকায় ও আমাদের পরিবারের মধ্যে বড় ধরণের ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে। যার ফলে আমাদের বংশীয় মান সম্মান নষ্ট হচ্ছে। আমরা এর বিচার চাই।
রুহুলের ভাইয়ের ছেলে সোহাগ ফরাজী বলেন, আমার শশুর হাবিব হাওলাদার, শাশুরী কহিনুর বেগম ও স্ত্রী খাদিজা বেগমকে কু পরামর্শ দিয়ে আমার সংসার ভেঙ্গে দিয়েছে। ৯ বছরের ছেলে রেখে আমার স্ত্রী চলে গেছে। ছেলের মুখের দিকে তাকালে আমার কষ্ট হয়। চাচার এ ধরণের কুকর্মের বিচার চাই। এছাড়াও মানববন্ধনে অংশগ্রহনকারী সকলে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী রুহুলের বিচার দাবি করেন।
এদিকে সোহাগ ফরাজীর শাশুরী কহিনুর বেগম বলেন, আমাদের জমি জোর দখল করে খায় রুহুল ফরাজী। জমি ফেরত পেতে আমরা অনেক সময় রুহুলের কথা শুনেছি। আসলে রুহুল একজন খারাপ লোক। আমরা রুহুলের দখল থেকে আমাদের জমি ফিরে চাই।