বর্ষপূর্তির শুভক্ষণে শুভেচ্ছা খুলনাটাইমস.কম

0
559

বিশেষ সম্পাদকীয় : ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ক্ষুদ্র অংশীদার অনলাইন নিউজ পোর্টাল খুলনাটাইমস.কম। ২০১৭ সালে আজকের এই দিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ডিজিটাল খুলনাটাইমস। এক ঝাঁক উদ্যমী, কর্মচঞ্চল, মেধাবী তরুণের হাত ধরে শুরু হয় তখনকার শুভযাত্রা। পাশপাশি তখনই উদ্যোগ নেয়া হয় প্রিন্ট ভার্সনে যাবার, তারই ধারাবাহিকতায় আজকের সাপ্তাহিক খুলনা টাইমস’র সূচনা। যাই হোক ডিজিটাল খুলনাটাইমস’র বর্ষপূর্তির এই শুভলগ্নে আমরা আমাদের অগণিত পাঠক, সমালোচক, পৃষ্ঠপোষক, বিজ্ঞাপনদাতা, সুহৃদ-শুভানুধ্যায়ীদের জানাই অসীম কৃতজ্ঞতা, অপার শুভেচ্ছা। আপনাদের নিয়েই আমাদের ক্রমপ্রসারমান খুলনাটাইমস পরিবার।
বলতে দ্বিধা নেই, এই এক বছরে আমরা যেমন দিনে দিনে সাফল্যে চূড়ায় পৌছেছি, তেমনি করে আরও নতুন নতুন চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা আসছে হাতছানি দিয়ে। এখন লক্ষ্য একটাই সত্যের পথে এগিয়ে যাবার, অন্যায় ও নির্যাতনের শিকার অসহায় মানুষের পাশে দাড়ানো। নিজেদের সফলতাকে ছাড়িয়ে যাওয়ার। নতুন নতুন মাইলফলক তৈরি করার। প্রসঙ্গত : দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইন্টারনেট ব্যবহারকারীদের সিংহভাগই আজ খুলনাটাইমস’র নিয়মিত পাঠক। সংখ্যার হিসাবে প্রায় আট লাখের কাছাকাছি। খুলনার অন্যসব সংবাদমাধ্যমের খবরের অন্যতম উৎসও কিন্তু এখন খুলনাটাইমস্।