বাগেরহাট প্রতিনিধি:
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার, কৃষি, শিক্ষা ও মৎস্য সহ বিভিন্ন সেক্টরে উন্নয়ন ঘটিয়েছে। মানসম্মত চিংড়ি উৎপাদন ও রপ্তানী দুটোই বাড়াতে হবে। এই সেক্টরে সরকার বিভিন্ন প্রনোদনা দিয়ে যাচ্ছে।
তিনি শুক্রবার সন্ধ্যা ৬টায় বাগেরহাটের ফকিরহাট কলিকলিয়া জিসি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, চিংড়ি উৎপাদনে আধুনিক পদ্ধতির ওপর জোর দিতে হবে। মৎস্য চাষে প্রশিক্ষন দিতে হবে। এই সেক্টরের সাথে জড়িত সকল সংশ্লিষ্টদের যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের সচিব মোঃ রইছউল আলম মন্ডল, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, মৎস্য ও গবেশনা ইন্সটিটিউট মোঃ ইয়াহিয়া মাহমুদ, মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক রনজিৎ কুমার পাল, জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ খালেদ কনজ। মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অভিজিৎ শীল, মৎস্য চাষী অমলেন্দু বিশ্বাস, রঞ্জন বালা, আঃ কুদ্দুস সরদার প্রমূখ। এ পূর্বে প্রতিমন্ত্রী মূলগরের নির্মল কুমার অধিকারীর মৎস্য খামার পরিদর্শন করেন। তার আগে তিনি মহিষ প্রজনন খামার পরির্দশন করেন। মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু (এমপি) ১৬-১৯ অক্টোবর-২০১৯ তারিখ পর্যন্ত যশোর, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট সফরের অংশ হিসেবে এদিন ফকিরহাট সফরে আসেন।