এম জাকির হোসেন, ফকিরহাট থেকে : সাবেক প্রতিমন্ত্রী, সমাজ কল্যান মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেন এমপি বলেন, আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে হলে দলের মধ্যে সকল ভেদা ভেদ ভূলে গিয়ে প্রতিটি আওয়ামী লীগ কর্মীকে একতা বদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি শনিবার সন্ধ্যায় ফকিরহাট উপজেলার বেতাগার ষাটতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বেতাগা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতা গ্রহন করার পর বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা সহ বিভিন্ন ভাতা চালু করে দেশ-কে উন্নয়নের দিকে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। যা দেশের মানুষ আজ তার সুফল ভোগ করছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য অলিপ কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাডঃ তাপস পাল। অনুষ্ঠান উদ্ভোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ ইমরুলল হাসান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি স্বপন দাশ, সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মোস্তফিজুর রহমান সোহেল, যুগ্ন-আহবায়ক সরদার আব্দুল কাদের। ইউনিয়ন আ’লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন আ’লীগের সভাপতি দুলাল চন্দ্র দাশ, সাধারন সম্পাদক মোঃ ইউনুস আলী শেখ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার আমিনুর রশিদ মুক্তি আঃলীগ নেতা আনন্দ কুমার দাশ, ইউনিয়ন যুবলীগের সভাপতি অজয় কুমার বিশ্বাস, মহিলা আ’লীগের সভাপতি মোসাঃ নিলুফার ইয়াসমীন প্রমূখ। অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব কাজী বেলাল সাঈদ। অনুষ্ঠানের ২য় পর্বে উপস্থিত সর্বসম্মতিক্রমে অলিপ কুমার দাশ কে সভাপতি ও মোঃ আলমগীর হোসেন আল-আমিন কে সাধারন সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আঃলীগের সহ-সভাপতি শেখ মুনসুর আলী, মোঃ খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মল্লিক আসলাম আলী, অমর কুমার ঘোষ, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ হিটলার গোলদার, আ’লীগ নেতা অধ্যক্ষ বটু গোপাল দাশ, উপজেলা কৃষকলীগের আহবায়ক খান শামীম জামান পলাশ ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান সবুজ, মহিলা আ’লীগের সভাপতি মল্লিকা রানী দাশ সহ বিভিন্ন ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আঃলীগ ও শ্রমিকলীগের সভাপতি, সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।