বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার ৮ম দ্বি-বার্ষিক সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারী) নগরীর এক হোটেল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড.আব্দুল মালেক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় দ্রæত বিচার ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক (জেলা জজ ) আলহাজ্ব এম এ রব হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিশনাল কমিশনার মোঃ মাহবুব হাকিম ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব শফিকুল ইসলাম মধু। সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব ইজ্ঞিনিয়ার রুহুল আমিন হাওলাদার সঞ্চালনায় ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া প্রথম অধিবেশনে স্বাগত বক্তৃতা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক রোটাঃ মোঃ আলতাফ হোসেন। সুচনা বক্তৃতা করেন সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা ফিরোজ আলম খান। সম্মেলনে সাধারণ সম্পাদক কর্তৃক প্রতিবেদন উপস্থাপনের পরে বিগত টার্মের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির অর্থ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক।
বক্তৃতা করেন আলহাজ্ব জলিল খান কালাম, আলহাজ্ব ইসমাইল খান, আলহাজ্ব মনির হোসেন, আলহাজ ডাঃ নুরুল হক ফকির, এড. মাহাতাব উদ্দিন, আলহাজ্ব তারিকুল ইসলাম জহির, তসলিম আহমেদ আশা, মোঃ শাহীন হাওলাদার, কাজী নুরুল ইসলাম, আলহাজ্ব চ.ম.মুজিবর রহমান, মোঃ শহিদুল আলম, মোঃ খলিলুর রহমান, আলহাজ্ব কাঞ্চন আলী খান, কবি রহিমা জালাল হাসি, খুরশিদ জাহান আসমা, সাবেক কমিশনার হাসিনা আকরাম, আলহাজ্ব দেলোয়ারা খন্দকার, মফিজুর রহমান লিটন, আলহাজ্ব রফিকুল ইসলাম বাবুল, হুমায়ুন কবীর খান, এ্যাড.শহিদুল ইসলাম, সাখাওয়াত হোসেন মনু, এ্যাড.আব্দুল মজিদ, মুজিবর রহমান খন্দকার, এ্যাড.মাছুম বিল্লাহ, আলহাজ্ব ডাঃ হাসানুজ্জামান, ডাঃ এন এম বাবুল, সালাম মোল্লা প্রমুখ। উদ্ধোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী যাদব সরকার ও নদী । সম্মেলনে ২ লক্ষ টাকা দিয়ে মোঃ শফিকুল ইসলাম মধু এবং ১ লক্ষ করে টাকা দিয়ে মেজর ডোনার মেম্বর হয়েছেন আরো ১৫ জন সদস্য। সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এম এ সালাম।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় পর্বে নির্বাচনী অধিবেশন শুরু হয়। এ পর্বে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মোঃ ফিরোজ আলম খান এবং নির্বাচন কমিশনার ছিলেন আলহাজ্ব অধ্যাপক শিকদার রুহুল আমীন ও আলহাজ্ব অধ্যাপক আর এ এম শওকত-উজ-জামান। এ পর্বে ব্যাপক আলোচনান্তে সমিতির সংবিধান অনুযায়ী সদস্যদের বিপুল সমর্থনে পুনরায় (২০১৮ – ২০ টার্ম) সভাপতি নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা এ্যাড.আব্দুল মালেক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আলহাজ্ব রোটাঃ ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার। পূর্ণাঙ্গ কমিটি গঠনের বাকী কার্যক্রম পরিচালনার জন্য সর্বসম্মতিক্রমে ৭ সদস্য বিশিষ্ট ১ টি সাবজেক্ট কমিটি গঠন করা হয়। বিকাল ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত অনুষ্ঠিত সম্মেলনে সমিতির বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে শহীদদের প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বক্তারা বলেন, সমিতির অর্জন অনেক, বরিশাল বাসীর কল্যাণে এটি অব্যহত রাখতে হবে। অতীতের ভূল ত্রæটি থেকে শিক্ষা নিয়ে সমিতির কল্যাণে নব উদ্যমে এগিয়ে যেতে হবে এবং ২০১৮ সালেই খুলনাতে হবে বরিশাল ভবন কমপ্লেক্স। প্রেস বিজ্ঞপ্তি