বটিয়াঘাটায় দিন দুপুরে দুধর্ষ ছিনতাই

0
597

প্রতিনিধি,বটিয়াঘাটা :

দি‡ন দুপুরে আবারও বটিয়াঘাটা উপ‡জলা সদরে দূধর্ষ ছিনতাই সংঘঠিত হ‡য়‡ছ।

ঘটনাটি ঘটেছে †সামবার (০১ অক্টোবর) ‡বেলা ১টার ‡দিকে খুলনা-চালনা মহাসড়কের কিসমত ফুলতলার খাটাখালী স্লুইচ গেটের সনিœকটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ভূক্ত‡ভাগী জানায়, দাকোপ উপজেলার চালনা বাজারের মুদি ব্যবসায়ী ম„নাল সাহার পুত্র বিপ্রজিৎ সাহা চালনা বাজার †থেকে বটিয়াঘাটার ফারুকের ভাড়ায় চালিত †মোটরসাইকেল †যোগে তার †দোকানের মালামাল ক্রয়ের জন্য খুলনার উ‡দ্দেশ্যে রওনা †দেয়। রওনা দিয়ে উপ‡জলার কাটাখালী স্লুইচ গেটর উপর †পৌছাঁলে পিছেন দিক †থেকে দুইটি হাঙ্ক †মোটরসাইকেলে ৫জন ছিনতাইকারী তার গাড়ীর গতি‡রােধ করে ধাক্কা মারে। এ সময় ব্যবসায়ী বিপ্রজিৎ ও ছিনতাইকারীদের গাড়ী পড়ে যায়। এর পরে ছিনতাইকারীরা বিপ্রজিৎ এর বাম হাতে চাইনিজ কুড়াল দি‡য় †কোপ দি‡ল ডান হাত দিয়ে ছিনতাইকারী‡দর ধরার †চষ্টা ক‡র। তখন ছিনতাইকারীরা আবারও তার অপর হাতে কুপিয়ে তার কাছে থাকা সাড়ে ৬ লক্ষ টাকা ছিনতাই করে দ্রুত †মোটরসাই‡কল †যাে‡গ ঘটনাস্থল ত্যাগ কর। এসময় স্থানীয়রা ছুটে এসে বিপ্রজিৎ‡ক রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  তার অবস্থা অবনতি হওয়ায় পরে চিকিৎসক তা‡ক খুলনা †মডিকেল কলেজ হাসপাতালে †প্রেরন করে। এ দিকে ছিনতাইকারীরা পালি‡য় যাওয়ার সময় পুলি‡শের গাড়ী †দেখে ছিনতাই কাজে ব্যবহৃত ১৫০ সিসির লাল রং‡য়ের হিরো ‡হােন্ডা যার †চেসিস নং গইখ-কঈ-১৩ঊঋ.অএ.গ.০০২৯৯ গাড়ীটি †রেখে অন্য একটি †মােটরসাই‡কেলে পালিয়ে ‡যেতে সক্ষম হয়। পুলিশ ‡ফেলে যাওয়া †মােটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ রি‡পার্ট †লেখা পর্যন্ত ছিনতাইকারীদের পুলিশ আটক কর‡তে পা‡রেনি।