খুলনা মহানগরীতে বঙ্গবন্ধুর জন্মদিনে জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার খুলনা বাছাই পর্ব শুক্রবার দিনব্যাপি অনুষ্ঠিত হয়। নগরীর প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সস্টিটিউট (পিটিআই) এ বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা খুলনা মহানগর ও জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের জেলা শাখার সভাপতি হাসান হাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানা।
মেলার উদ্বোধক ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি তার বক্তৃতায় বলেন, ইতিহাস জানতে হবে। ইতিহাসকে অনেকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। তারপরেও ইতিহাস বিকৃত করতে পারেনি।
প্রধান আলোচক ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি ছিলেন খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম ও মহানগর যুবলীগের আহবায়ক এ্যাড. আনিছুর রহমান পপলু।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষনের আলোকে বক্তৃতা করেন ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী তাহসিন শাহরিয়ার রায়াত। স্বাগত বক্তৃতা করেন সংগঠনের মহানগর সভাপতি এম এম কবির আহমেদ। প্রতিযোগিতায় ১০টি বিষয়ে সহ¯্রাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগীদের মধ্যে বিজয়ীরা ঢাকার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াকার্স পার্টির মহানগর সাধারণ সম্পাদক মিনা মিজানুর রহমান, খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, সাংস্কৃতিক ব্যক্তি শাহীন জামাল পণ, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক হিরামনি শাহী তাজ, নুর হাসান জনি, জাহাঙ্গীর আলম রায়হান, আক্কাস আলী রুবেল, অশোক রায়, ডাঃ সায়েম মিয়া, মনিরুজ্জামান, আল মোমিন লিটন, মাধব কৃষ্ণ মন্ডল, চিন্ময় রায়, রাকিবুল ইসলাম, আশিকুল ইসলাম প্রমূখ। বিজ্ঞপ্তি