দেবহাটা প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আইডিয়াল সংস্থার পক্ষ থেকে মিলাদ, দোয়া ও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল সদস্যদের স্বরণে বে-সরকারী উন্নয়ন সংস্থা আইডিয়ারের প্রধান কার্যালয় সহ ১২ টি শাখার অফিসে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার পারুলিয়াস্থ প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্থার কার্যনির্বাহী পরিষদের সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম, সংস্থার পরিচালক কৃষিবিদ ডা: নজরুল ইসলাম, সমন্বয়কারী (মাইক্রোফাইন্যান্স) আবুল কালাম আজাদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মীবৃন্দ। এছাড়া অন্যান্য কার্যালয়ে স্ব-স্ব শাখা ব্যবস্থাপক সহ বিভিন্ন পর্যয়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের নারিকেল, আমড়া এবং আম গাছের চারা রোপনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্ধোধন করা হয়।