বঙ্গবন্ধুর ভাষন ইউনেস্কোর স্বীকৃতিতে মোরেলগঞ্জ শিক্ষাঙ্গনে কর্মসূচি পালন

0
373

এইচ এম শহিদুল ইসলাম,মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষন ইউনেস্কোর “মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার” এ অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ^ ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় শনিবার নানা কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা,রচনা প্রতিযোগীতা, প্রামান্য চিত্র প্রদর্শণী ও পুরষ্কার বিতরণী।


এ উপলক্ষ্যে মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, কুইজ প্রতিযোগীতা, ও পুরষকার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম, মমতাজ বেগম মঞ্জু, সহকারি শিক্ষক জাকির হোসেন ও আব্দুর কাদের প্রমুখ।
দিবসটি উপলক্ষ্যে সন্ন্যাসী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রা শেষে ৭ ই মার্চে বঙ্গবন্ধুর ভাষনের প্রামান্য চিত্র প্রদর্শণ করা হয়। এছাড়াও কুইজ প্রতিযোগীতা, রচনা প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী সভার অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশ গ্রহন করেন, প্রধান শিক্ষক মাহাবুব হোসেন শিকদার, সহকারি প্রধান শিক্ষক সায়লা পারভীন।
মোরেলগঞ্জ পৌর সদরের এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় দিবসটি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা,কুইজ প্রতিযোগীতা করেছে। আলোচনা সভায় অংশগ্রহন করেন প্রধান শিক্ষক আব্দুল মালেক হাওলাদার।
উপজেলার এইচ ভিএস হাজী নূরউদ্দিন দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক জাহিদুল ইসলাম, মো. লুৎফর রহমান । ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশগ্রহন করেন, ইফা’র মডেল কেয়ার টেকার মো. সুলাইমনি আনছারী,সাধারণ মডেল কেয়ার টেকার আবুল হাসান হাওলাদার, মনিরুজ্জামান তালুকদার।
এছাড়াও উপজেলা সুতালড়ী শফিজউদ্দিন দাখিল মাদ্রাস, মনোয়ার দাখিল মাদ্রাসা , উত্তর চিপা বারইখালী বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ চারাখারী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সহ দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক কর্মসূচি পালন করে।