বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের স্থানেই শহীদ জিয়া শিশু পার্ক!

0
587

নিজস্ব প্রতিবেদক : ৭ ই মার্চ ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন তা আমরা সবাই জানি। কিন্তু আপনি কি জানেন যে সোহরাওয়ার্দী উদ্যানের ঠিক কোথায় দাঁড়িয়ে বঙ্গবন্ধু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন? এখানে একটি নিরব ষড়যন্ত্র ছিল। বঙ্গবন্ধু যেখানে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন খুব কৌশলে সেখানে তৈরী করা হলো শহীদ জিয়া শিশু পার্ক। তরুন প্রজন্ম ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান চেনে। কিন্তু তরুন প্রজন্ম জানেনা যে সোহরাওয়ার্দী উদ্যানের ঠিক কোথায় দাঁড়িয়ে বঙ্গবন্ধু ৭ ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। এখনই যদি এই ঐতিহাসিক স্থানটিকে অবমুক্ত করে সংরক্ষণের যথাযথ ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কালের পরিক্রমায় বিজয় হবে স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীদের আর ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাবে সেই অধ্যায়টি যেখান থেকে জন্ম হয়েছিল বাংলাদেশের।