বঙ্গবন্ধুকে হত্যার রাজনীতি বহন করছে বিএনপি-জামায়াত – তথ্য মন্ত্রী

0
384

নিজস্ব প্রতিবেদকঃ

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সারাদেশে মাদক দমনের যুদ্ধ এবং জঙ্গি-সন্ত্রাস দমনের যুদ্ধ চলছে। পাশাপাশি আরেকটা যুদ্ধ চলছে, সেই যুদ্ধটা হচ্ছে রাজাকার আর তার দোসর বিএনপি-জামায়াত চক্রকে ক্ষমতার বাইরে রাখার যুদ্ধ; রাজনীতির বাইরে রাখার যুদ্ধ। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার রাজনীতি বহন করছে খালেদা জিয়া ও বিএনপি-জামায়াত। তাই দেশকে নিরাপদ করতে হলে খালেদা জিয়া, বিএনপি ও জামায়াতকে রাজনীতি, ক্ষমতা, নির্বাচন ও সমাজের বাইরে নির্বাসনে পাঠাতে হবে।

মন্ত্রী রোববার (১২ আগস্ট) দুপুর একটায় খুলনা বেতার কেন্দ্রে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিভাস্কর্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যে বাংলাদেশ আজ আলোর পথে হাঁটছে, তাকে আর পেছনে যেতে দেবো না। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মাপকাঠি দিয়ে বাংলাদেশে যা ঘটছে তা পরীক্ষা করে নিতে হবে। পরীক্ষায় পাশ করলে তা গ্রহণ করবো নইলে তা প্রত্যাখ্যান করবো।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু আর বাংলাদেশ হলো মুদ্রার এপিঠ-ওপিঠ। বঙ্গবন্ধু একটি পতাকা, তিনি একটি দেশ, তিনি একটি রাষ্ট্র, তিনি এক বিপ্লব, তিনি একটি অভ্যুত্থান। বাংলাদেশ রাষ্ট্রকে নিরাপদ রাখতে হলে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তি, সন্ত্রাসী ও জঙ্গিবাদের দোসরদের প্রত্যাখ্যান করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল। বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান, তথ্য সচিব আবদুল মালেক, বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া এবং জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। স্বাগত জানান বেতারের কর্মসূচি পরিচালক মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ অবিচ্ছিন্ন-অবিভক্ত, তিনি বিশ্বনেতা, শ্রেষ্ঠ রাজনীতিবিদ ও দক্ষ রাষ্ট্রনায়ক। আর শেখ হাসিনা হলেন আমাদের মাথার ছাতা।

এ সময় খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার মোঃ রকিবুল ইসলাম, বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক (বার্তা) হোসনে আরা তালুকদার, প্রধান প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সালাউদ্দীন আহমেদ এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) খান মোঃ রেজাউল করিমসহ রাজনৈতিক নেতা, সুধীজন, বেতারের কর্মকর্তা ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

এর আগে তথ্যমন্ত্রী ৮ কোটি ২৯ লাখ টাকা নির্মিত ব্যয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিভাস্কর্যের ফলক উম্মোচন করেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। বাংলাদেশ বেতারের সহযোগিতায় তথ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে খুলনা গণপূর্ত বিভাগ বঙ্গবন্ধু স্মৃতিভাস্কর্যটি নির্মাণ করেছে।