লিওনেল মেসি (উপরে বামে), পাওলো দিবালা (উপরে ডানে), মার্কোস রোহো (নিচে বামে) ও নিকোলাস ওতামেন্দি (নিচে ডানে)
খুলনা টাইমস ক্রীড়া ডেক্স : প্রথম ম্যাচে হতাশার ড্র। দ্বিতীয় ম্যাচে সেই হতাশা রূপ নেয় ৩-০ ব্যবধানের পরাজয়ে। এই দুই ম্যাচের পর আর্জেন্টিনা যে গ্রুপ পর্বের বাধা পার হতে পারবে, সেটা হয়তো অনেকেই ভাবেনি। শেষ পর্যন্ত নাইজেরিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়ায় আলবিসেলেস্তেরা।
‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে একমাত্র জয় ও আইসল্যান্ডের পরাজয়ে ভর করে শেষ ষোলোর টিকেট কেটেছে হোর্হে সাম্পাওলির শিষ্যরা। নক আউট পর্বে লিওনেল মেসিদের প্রতিপক্ষ ফ্রান্স। এই ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। ফরাসিদের বিপক্ষে মাঠে নামার আগে চুলের স্টাইলে পরিবর্তন এনেছেন আর্জেন্টিনার ৭-৮ জন ফুটবলার।
কাজানে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার একদিন আগেই নিজস্ব সেলুনে গিয়ে চুলে ভিন্নধর্মী স্টাইল নিয়ে আসেন মেসি। এ সময় মেসির সঙ্গে আরও ছিলেন মার্কোস রোহো, সার্জিও অ্যাগুয়েরো, পাওলো দিবালা, গঞ্জালো হিগুয়েন, গ্যাব্রিয়েল মার্কাদো, নিকোলাস ওতামেন্দি ও পাভন।