ফোনকে বানান আস্ত কম্পিউটার

0
306

খুলনাটাইমস অনলাইন ডেস্কঃসম্প্রতি বাজারে এসেছে স্যামসাংয়ের সর্বশেষ ফ্লাগশিপ ডিভাইস নোট নাইন। এই ফোনে একাধিক এমন ফিচার রয়েছে যা অন্য কোন ফোনে নেই। এর মধ্যেই অন্যতম ফিচার হলো এই ফোনকে একটি কম্পিউটারে পরিণত করে ফেলার সুযোগ রয়েছে।মনিটরের সঙ্গে কানেক্ট করে এই ফোনকে একটি আস্ত কম্পিউটারে পরিণত করে ফেলা সম্ভব।ডেক্স-এর মাধ্যমে কম্পিউটারে পরিণত করলে গ্যালাক্সি নোট নাইনের ডিসপ্লেটি সেই কম্পিউটারের ট্র্যাকপ্যাডের মতো কাজ করবে। কিন্তু আগে এই ফিচার ব্যবহারের জন্য আলাদা একটি ডক কিনতে হতো।গ্যালাক্সি নোট নাইনে কম্পিউটারে পরিণত করার জন্য কোন ডকের প্রয়োজন হবে না। ফোনের ভিতরের ডেক্স ব্যবহার করেছে স্যামসাং।একটি ইউএসবি টাইপ সি পোর্ট, একটি এইচডিএমআই কেবল দিয়েই গ্যালাক্সি নোট নাইনকে একটি কম্পিউটারে পরিণত করে ফেলতে পারবেন।