ঈদযাত্রায় বাড়ির পথে রওনা দেওয়া মানুষকে ঈদে সড়ক, রেল ও নৌপথের চিত্রের ব্যাপারে অাগাম তথ্য দিতে র্যাবের পক্ষ থেকে একটি ফেসবুক পেজ খোলা হয়েছে বলে জানান বেনজীর আহমেদ।
ঘুরমুখো মানুষের নিরাপত্তায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মহাসড়কের যানজট পরিস্থিতি জানাতে ফেসবুকে প্রতি চার ঘণ্টা পরপর অাপডেট সেবা দেবে র্যাব।
১৮ অাগস্ট, শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ঈদুল অাজহার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের মহাপরিচালক বেনজীর অাহমেদ।
ঈদযাত্রায় বাড়ির পথে রওনা দেওয়া মানুষকে ঈদে সড়ক, রেল ও নৌপথের চিত্রের ব্যাপারে অাগাম তথ্য দিতে র্যাবের পক্ষ থেকে একটি ফেসবুক পেজ খোলা হয়েছে বলে জানান বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘তাতে প্রতি চার ঘণ্টা পরপর রাস্তাঘাট, নৌ ও রেলের অাপডেট তুলে দেওয়া হবে। কেউ বাসা থেকে বের হবার সময় তারা রাস্তাঘাটের অাপডেট দেখে বের হতে পারবেন। এ কাজটি প্রতিটি র্যাবের ব্যাটালিয়ন তাদের নিজস্ব ফেসবুক পেজে এলাকাভিত্তিক অাপডেট তুলে দেবেন। তার মাধ্যমে সে এলাকার একটা চিত্র পাওয়া যাবে। ঘুরমুখো মানুষজন নিরাপদে ঘরে ফিরতে পারবেন।’
ভারতে গ্রেফতার হওয়া জঙ্গি মিজানকে দেশে ফিরিয়ে অানার ব্যাপারে র্যাবের মহাপরিচালক বলেন, ‘মিজান ব্যাঙ্গালুরুতে গ্রেফতার হয়েছেন। তাকে সেখান থেকে কলকাতায় নিয়ে অাসা হবে। তারপর অালোচনার মাধ্যমে দেশে অানা হবে। তবে মিজান যেহেতু বড় শীর্ষ সন্ত্রাসীও, তার নামে মামলা রয়েছে, সে কারণে ফিরিয়ে অানা একটু জটিল। তবে দুই দেশের অালোচনা সমঝোতার পর ফিরিয়ে অানা হবে।’
নিরাপদ সড়কের দাবিতে ছাত্র অান্দোলকে কেন্দ্র করে জিগাতলার ঘটনায় একটি গোষ্ঠী মিথ্যা কথা, তথ্য ও ভিডিও ছড়িয়ে দেশকে ধ্বংসের দিকে নিতে চেয়েছিল বলে মন্তব্য করেন বেনজীর আহমেদ। তারা যারাই হোক না কেন, তাদের অাইনের অাওতায় অানা হবে জানিয়ে তিনি বলেন, ‘তারা যে রাজনৈতিক দলেরই হোক না কেন ছাড় দেওয়া হবে না।’
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো ও সাইবার অপরাধ প্রতিরোধে সাইবার পেট্টোলিং টিম গঠন করা হয়েছে এবং সে টিম কাজ করছে বলেও জানান বেনজীর আহমেদ।
দেশে ঈদুল অাজহায় কোনো জঙ্গি হামলার অাশঙ্কা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে র্যাবের মহাপরিচালক বলেন, ‘দেশে সক্রিয় ও নিস্ক্রিয় জঙ্গি সংগঠনগুলোকে নজরদারীতে রাখা হয়েছে। তাদের গতিবিধি অামাদের নজরে অাছে। প্রতি সপ্তাহে অামরা জঙ্গি গ্রেফতার করছি। মাদকের পাশাপাশি এ অভিযানও অব্যাহত অাছে।’
মাদক ব্যবসায়ীদের তালিকা ও মাদক অভিযানের ব্যাপারে মহাপরিচালক বলেন, ‘প্রতিনিয়ত মাদক ব্যবসায়ীদের তালিকা হালনাগাদ করতে হয়। তালিকার বাইরেও লোকজন অামরা পাচ্ছি। এমন তো নয় তালিকার বাইরে লোকজন নেই। এ তালিকায় নতুন কোনো মাদক ব্যবসায়ীর নাম যুক্ত হলে অবাক হবার কিছু নেই। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান অাছে। কেউ ঈদকে কেন্দ্র করে মাদক বিক্রি, সরবরাহ করলে তার ব্যাপারে অামাদের তথ্য দিন, তাকে ধরিয়ে দিন। মাদক ব্যবসায়ীদের নিশ্চিহ্ন করতে হবে। কারণ এটা জাতির জন্য জরুরি। অাগামীতেও এ সংগ্রাম অব্যাহত থাকবে।’
মহাসড়কগুলোকে ঈদ পরবর্তী ২৩, ২৪ ও ২৫ অাগস্টে হাইস্পিড প্রতিরোধে হাইওয়ে ও লোকাল পুলিশ মিলে বিশেষ টিম কাজ করবে জানিয়ে বেনজীর আহমেদ বলেন, ‘অাপনারা কেউ হাইস্পিডে গাড়ি চালাবেন না। অার চালকদের বলব অাপনারা গাড়ি হেলপারদের হাতে তুলে দেবেন না। পাশাপাশি যারা ঘরে ফিরবেন তারা কেউ খোলা ট্রাকে উঠবেন না, যাত্রীকে কেউ ট্রাকে তুলবেন না। খোলা যানবাহনে যাত্রী বহন করবেন না।’
ঈদের জামায়াত নিয়ে র্যাবের ডিজি বলেন, ‘দেশের বড় ঈদগাঁহ কিশোরগঞ্জের শোলাকিয়া, দিনাজপুরের গোর-ই শহীদ ময়দান ছাড়াও ঢাকাসহ সারাদেশে জামায়াতে ব্যাপক নিরাপত্তা থাকবে।’
প্রতিটি গরুর হাটকে কেন্দ্র করে ক্যাম্প বসানো হয়েছে। গরুর হাটে অাসা ক্রেতা ও বেপারীদের নিরাপত্তায় র্যাবের সদস্যরা কাজ করবেন। এ ছাড়াও হাটে মলম পার্টি, ছিনতাই পার্টি ও অজ্ঞান পার্টির সদস্যদের গ্রেফতারে মাঠে অাছেন র্যাবের সদস্যরা। গরুর হাটগুলো যাতে মহাসড়ক বা রাস্তায় না বসে তা নজরে রাখা হচ্ছে বলে জানান বেনজীর আহমেদ।
কক্সবাজারের কাউন্সিলর একরাম বিষয়টি নিয়ে র্যাবের ডিজি বলেন, ‘বিষয়টি যেহেতু বিচারাধীন। এ কারণে সেটি নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’
এ ছাড়া ঘরমুখো মানুষের নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কে ২৪৫ টি পেট্টোল টিম কাজ করবে। এ ছাড়াও ৪৫টি স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকবে বলে জানান বেনজীর।