ফেনীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

0
489

খুলনাটাইমস: ফেনী সদর উপজেলায় বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ফেনী মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান, উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুর এলাকার ফেনী-নোয়াখালী মহাসড়কে গত শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত দ্বীন মোহাম্মদ ভুট্টো (৫৫) ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের খুশিপুর গ্রামের সিদ্দিক ভূঞার ছেলে। স্থানীয় সিলোনীয়া বাজারের বিপটোন টেলিকম নামে একটি দোকান রয়েছে তার। আহত কামাল উদ্দিন ভূঞাকে (৪৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কামাল উদ্দিনের ছোট ভাই বেলাল হোসেন বলেন, তার ভাই ও দ্বীন মোহাম্মদ ফেনী থেকে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা জোনাকি পরিবহন সার্ভিসের একটি বাস মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পরে এবং দুই আরোহী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্বীন মোহাম্মদকে ঢাকা ও কামালকে চট্টগ্রামে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। পরে ঢাকা নেওয়ার পথে রাতেই দ্বীন মোহাম্মদের মৃত্যু হয় বলে বেলাল জানান। ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।