ফুলবাড়ীগেটে রিক্সা বাঁচাতে পরিবহন দূর্ঘটনার কবলেঃ আহত ৩

0
493

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি:

নগরীর খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট আর.আর.এফ পুলিশ লাইনের দক্ষিণ পাশে এ.কে. ট্রাভেলর্স (ঢাকা মেট্রো ব-১৪-৫৩৭৭, কোচ নং ৫৯) পরিবহন শনিবার দুপুর সাড়ে ১২ টায় বেপরোয়া একটি ট্রাককে সাইড দিতে গিয়ে এবং রিক্সা বাচাঁতে গিয়ে ড্রাইভারের বুদ্ধিমত্তায় ভয়াবহ দূর্ঘটনা থেকে অল্পের জন্যে রক্ষা পেয়েছে রিক্রা চালক ও বাসের যাত্রীরা। পুলিশ গাড়ীটি আটক করেছে। গাড়ীর ড্রাইভার, সুপারভাইজার ও হেলপার পলাতক রয়েছে।
প্রত্যাক্ষদর্শী জানান, খুলনা যশোর মহাসড়কের আর আর এফ পুলিশ লাইনের পাশে দ্রতগতির একটি ট্রাককে সাইড দিতে গিয়ে এবং একটি রিক্সা বাচাতে গিয়ে বাসটি রাস্তার পার্শবর্তি একটি গাছ ভেঙ্গে ফেলে রাখা বৈদ্যুতিক পোলের সাথে ধাক্কা লেগে পরিবহনের সামনের সাইড দুমড়ে মুচড়ে যায়। এ সময় ভাগ্যক্রমে যাত্রীরা রক্ষ পেলেও গাড়ীর যাত্রা জহির রায়হান(৩২), মোঃ জুয়েল(২৮) এবং রিক্রা চালক জামসেদ আলী(৩০) আহত হয়। তাদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার পর খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ দূর্ঘটনা কবলিত পরিবহনটি আটক করেছে। গাড়ীর ড্রাইভার, সুপারভাইজান ও হেলপার পালাতক রয়েছে।