ফুলতলায় ৪৭ তম গ্রীষ্মকালীন অান্তঃ স্কুল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
369

নিজস্ব প্রতিবেদক : ৪৭ তম গ্রীষ্মকালীন অান্তঃ স্কুল ক্রীড়া প্রতিযোগিতা -২০১৮ শুক্রবার সকালে ফুলতলায় অালকা মিলনী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। হ্যান্ডবল খেলায় দামোদর এমএম মাধ্যমিক বিদ্যালয়কে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে অালকা মিলনী মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়নশিপ অর্জন করে।
এ সময় উপস্থিত ছিলেন এসএমসি সভাপতি মোঃ মনিরুজ্জান জমাদ্দার, প্রধান শিক্ষক প্রশান্ত কুমার রায়, প্রেসক্লাব সভাপতি শামসুল অালম খোকন, শিক্ষক রতন কুমার, বাসুদেব শীল, ইয়াছিন মোল্যা, সদ্স্য ফজলুর রহমান, রাজ্জাক মোড়ল, অাবুল কালাম অাজাদ প্রমুখ।