ফুলতলায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য  নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

0
432

টাইমস প্রতিবেদক : খুলনা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যোগে রোববার (১৭ ডিসেম্বর) ফুলতলার ডাবুর মাঠে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্কুল ভিত্তিক মাদক বিরোধী ফুটবল অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করেন ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজ ও জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজ। খেলায় একচেটিয়া প্রাধান্য বিস্তার করে ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজ ৪-০ গোলে জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজকে পরাজিত করে চুড়ান্ত পর্বে উন্নীত হয়। খেলা পরিচালনা করেন বাবু, আজিবার রহমান, হাফিজুর রহমান মোল্যা, তারেক রহমান নাইস। খেলায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশরুবা ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম শফিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামান, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান মুন্সি, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলিমুজ্জামান, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক হুমায়ন আহম্মেসদ ভুইয়া, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুঁইয়া শিপলু, ফুলতলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক গৌর হরি দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মতিয়ার রহমান।  এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মোঃ আহসান হাবিব, পরিদর্শক সাইফুর রহমান রানা, গোয়েন্দা শাখা পরিদর্শক পারভীন আক্তার, পরিদর্শক মোঃ মামুনসহ ‘ক’ ও ‘খ’ সার্কেল এবং গোয়েন্দা শাখার কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।  মিডিয়া পার্টনার ছিলেন দৈনিক প্রবাহ, দৈনিক পূর্বাঞ্চল ও সময়ের খবর।