আশাশুনি প্রতিনিধি:
সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় অতীশ দীপংকর সম্মাননা এ্যাওয়ার্ড-১৮ ও সনদপত্র পেলেন সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান। বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির আয়োজনে সোমবার সন্ধ্যায় ফিংড়ী ইউনিয়ন পরিষদে এসে এ সম্মাননা এ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান করা হয়। সম্মাননা এ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান করেন বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির চীফ রিপোর্টার রায়হান মিয়া। এসময় উপস্থিত ছিলেন, এডিএস প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জি.এম আজিজুল ইসলাম, সাহিত্য সম্পাদক সমীর ঘোষ, সাবেক ইউনিয়ন ছাত্রলীগের নেতা আলামিন রোকন প্রমুখ।