ফিংড়ীতে নারীর ক্ষমতায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0
321

মইনুল ইসলাম, আশাশুনি থেকে:
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে নারীর ক্ষমতায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১০টায় ব্লু-গোল্ড প্রোগ্রাম পোল্ডার- ২ ও ফিংড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে ফিংড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্লু-গোল্ড প্রোগ্রাম পোল্ডার-২ এসোসিয়েশনের সভাপতি ও ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্লু-গোল্ডের আন্তর্জাতিক জেন্ডার এক্সপার্ট কর্মকর্তা কিটি, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, ব্লু-গোল্ড প্রোগ্রামের জোনাল কো-অর্ডিনেটর জয়নাল আবেদীন, ডেন্ডার কো-অর্ডিনেটর রোখসানা বেগম, সিডিএফ ফারজানা খান, দীনবন্ধু সরকার, ইউপি সদস্য রকিব ঢালী, আশরাফ হোসেন, আছিয়া খাতুন, রেবেকা সুলতান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আলামিন রোকন প্রমুখ। কর্মশালায় বক্তারা নারীর ক্ষমতায়নের মাধ্যমে সমাজ ও রাষ্টের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের নির্দেশনা প্রদান করা হয়।