খবর বিজ্ঞপ্তি:
ফরাজীপাড়া সার্বজনীন পূজা কমিটির সহ-সভাপতি জীবন বিশ্বাস (৬০) মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮.৪৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেনÑখুলনা মহানগর পূজা কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুÐু, আওয়ামী লীগ নেতা ও ফরাজীপাড়া পূজা কমিটির উপদেষ্টা শ্যামল সিংহ রায়, ফরাজীপাড়া পূজা কমিটির সভাপতি মিঠু বিশ্বাস, সাধারণ সম্পাদক বাসুদেব কুমার রুদ্র, প্রধান উপদেষ্টা তপন কুমার রায়, উপদেষ্টা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার দীপক চন্দ্র মÐল, উপদেষ্টা লিটন মÐল, হিটলার চন্দ্র বিশ্বাস, নীরোজ রায়, উর্ধ্বতন সহ-সভাপতি ইঞ্জিয়ার কৃষ্ণপদ দাস, সহ-সভাপতি তরুণ সাহা, রুহিদাস কুÐু, তাপস বিশ্বাস (রবিন), বাবলু মিত্র, দেবাশিষ কর্মকার, সহ-সাধারণ সম্পাদক সনজিৎ কুÐু, জীবন মিত্র, মহিলা সম্পাদিকা অধ্যাপিকা মল্লিকা দাস, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক উৎপল কর্মকার, রিপন ব্রহ্ম, রাজু বিশ্বাস, টুকুরানী মিত্র, জবা বণিক, রবীন বণিক প্রমুখ।