ফটো সাংবাদিক দেবব্রত রায়ের অবস্থা অপরিবর্তিত

0
350

আজিজুর রহমান,খুলনা টাইমস :
দৈনিক জন্মভূমি’র জ্যেষ্ঠ ফটো সাংবাদিক দেবব্রত রায়ের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। গত ১৪ আগস্ট রাতে দৈনিক জন্মভূমিতে কর্মস্থলে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন পরে তাকে শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। প্রথম দিকে তার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। তবে গত বৃহস্পতিবার থেকে তার শরীরের অবস্থা একই রকম থেকে যায় সাথে প্রেসার বেড়ে যায়। শুক্রবার সকালে প্রেসার কিছুটা কমলেও শরীরের অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। এমতাবস্থায় তাঁর পরিবার ও বন্ধুমহল সকলের নিকট ফটো সাংবাদিক দেবব্রত রায়ের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন।