ফকিরহাট সড়ক দুর্ঘটনায় যুবতীর করুন মৃত্যু

0
462

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় সুমাইয়া আক্তার (১৮) নামের এক যুবতীর নিহত হয়েছে। নিহতের স্বজনদের নিকট থেকে জানা গেছে, সোমবার বেলা ১১টায় বরিশাল থেকে বাগেরহাট খানজাহান (রঃ) মাজারে খোলা নছিমনে আসার পথে উক্ত স্থানে এসে পৌছালে দ্রæতগামী একটি বাসের সাথে ধাক্কা লাগে।
তাৎক্ষনিক সুমাইয়াকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উপস্থিত কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। মৃত যুবতী বরিশালের আগলঝরা উপজেলার বাগদার উত্তর চাকত্রীশিয়া গ্রামের সেকেন্দার বকতিয়ারের কন্যা। ঘটনার সময় মোনাসের বকতিয়ার সহ ৩জন আহত হয়েছে বলে জানা গেছে।