ফকিরহাট শেখ হেলাল উদ্দিন কলেজে ভবন উদ্বোধন-সুধী সমাবেশ

0
835

এম জাকির হোসেন, ফকিরহাট থেকে :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া অবস্থিত শেখ হেলাল উদ্দিন ডিগ্রী মহাবিদ্যালয়ে সোমবার বেলা ১১টায় শহীদ মিনার সহ বিভিন্ন ভবনের উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর, সাইক্লোন শেল্টার ও শহীদ মিনারের উদ্বোধন করেন। এমপি এর পতœী রুপা চৌধুরী উদ্বোধন করেন আইসিটি ভবন। এছাড়াও প্রশাসনিক ভবন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।
পরে কলেজ মাঠে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশের সভাপতিত্বে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় অতিথিবৃন্দ কলেজের ধ্রæবতারা ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, এমপির সহধর্মিনীর রুপা চৌধুরী, রুপা চৌধুরীর বোন মাসরুজা চৌধুরী, ফুপু শেলী করীম, শেখ হেলাল উদ্দিন (এমপি) এর পুত্র সারহান নাসের তন্ময়।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস, অতিরিক্ত পুলিশ সুপার মাহাফুল আবজাল, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। অত্র কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাশের পরিচালনায় অন্যান্যদের মধ্যে ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, কাজি মোঃ মহসিন, মোঃ রেজাউল করিম ফকির, খান শামিম জামান পলাশ, এ্যাডঃ হিটলার গোলদার, মোঃ শহীদুল ইসলাম, আলহাজ¦ মোঃ গিয়াস উদ্দিন গাজি সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এর পৃষ্ঠপোষকতায় তারই নামে প্রতিষ্ঠিত শেখ হেলাল উদ্দিন ডিগ্রী কলেজ ফকিরহাট উপজেলার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম একটি নাম। উপজেলার শেষ প্রান্তে অর্থাৎ শুভদিয়া ইউনিয়নে অবস্থিত শেখ হেলাল উদ্দীন ডিগ্রি মহাবিদ্যালয়টি ২০০০ সালে প্রতিষ্ঠা করা হয়। কলেজটির বিভিন্ন স্থাপনা আজ দর্শনীয় হয়ে দাড়িয়েছে। সদ্য সমাপ্তকৃত ৮ কোটি টাকা ব্যয়ে কয়েকটি উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে এল জি ইডি নির্মিত ৩ তলা সাইক্লোন শেল্টার কাম একাডেমিক ভবন, দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্মিত চার তলা আই সিটি ভবন যেখানে আইসিটি ল্যাব সহ রয়েছে সকল প্রকার ডিজিটাল সুবিধা, দ্বিতল প্রশাসনিক ভবন, পচিঁশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত শহীদ মিনার যেখানে রয়েছে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত ইতিহাস সম্বলিত টেরাকোটার কাজ, সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্প তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এর শেখ রাসেল ডিজিটাল ল্যাব যেখানে ২৬ টি কম্পিউটার সহ ইন্টারনেটের সকল সুযোগ সুবিধা রয়েছে ।