প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট মডেল থানায় ডাকাতি মামলার দুই আসামীকে আটক করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিভাস সাহা ২৫ জুলাই ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নওয়াপাড়া ও কাটাখালী এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করেছে।
আটককৃরা হলো দোহাজারী গ্রামের মৃত আবেদ আলী শেখের পুত্র শেখ আকবর (২৬) ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহস গ্রামের অনুকুল সরকারের পুত্র পলাশ কুমার সরকার (২৮)। পুলিশ জানায়, গত ১২ জুলাই পিলজংগ গ্রামের শেখ আহম্মেদ আলীর বাড়ীতে সম্প্রতি এক ডাকাতি ঘটনায় ফকিরহাট মডেল থানায় একটি মামলা হয়। যার নং-১৪, তারিখ-২৩/০৭/২০১৮ইং, ধারা-৩৯৫/৩৯৭ পেনালকোড।