ফকিরহাটে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত

0
556

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে গত শনিবার সকাল ১০টায় ৪৬তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “উৎপাদন মূখী সমবায় করি’ ‘ উন্নত বাংলাদেশ গড়ি” শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ শরিফুল কামাল। এতে সন্মানিত অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, ইউসিসি চেয়ারম্যান শেখ কামরুজ্জামান কামরুল ও সমাজসেবা অফিসার মোঃ সবুর আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ জাকির হোসেন খান। মোরাদ আহম্মেদের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খান মুর্শিদ আলী। এসময় বিভিন্ন সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।