ফকিরহাটে রং মিস্ত্রি হত্যা মামলা দায়ের স্ত্রী আটক

0
562

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি, খুলনাটাইমস:
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগার ধনপোতা এলাকায় রং মিস্ত্রি বাবুল শিকারি হত্যা ঘটনায় মামলা দায়ের। নিহতের ভাই হাকিরপুর গ্রামের আশরাফ শিকারী নিজ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় ৩ জনের নাম উল্লেখ্য করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং-৪, তারিখ-০৩/০২/২০১৮ইং, ধারা-৩০২,২০১/৩৪ পেনাল কোড। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে মামলার আসামী নিহতের স্ত্রী রিক্তা বেগমকে পুলিশ আটক করেছে। ৪ ফেব্রুয়ারি বাগেরহাট নির্বাহী ম্যজিষ্ট্রেট আদালতে আসামী রিক্তার ১৬৪ ধারায় জবানবন্দী গ্রহন করা হবে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার সেকেন্ড অফিসার এসআই বিধান চন্দ্র রায় জানান। তিনি আরও বলেন হত্যার ক্লু অচিরেই বেরিয়ে আসবে। এছাড়া ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে আটক করতে সক্ষম হবেন বলে জানান। উল্লেখ্য, ৩ ফেব্রুয়ারি পুলিশ বেতাগার ধনপোতা এলাকার একটি পুকুর থেকে বাবুল শিকারি নামের এক রং মিস্ত্রির লাশ উদ্ধার করে।