ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের বিশেষ এক অভিযানে মোঃ তৈয়বুর রহমান শেখ (৫৫) নামের এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে।
অফিসার ইনচার্জ মোঃ আবু জাহিদ শেখ জানান, রবিবার দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে বাহিরদিয়া পুলিশ ক্যাম্পের এএসআই মিরাজুল ইসলামের নেতৃত্বে রূপসা ষ্ট্যান্ড এলাকায় বিশেষ এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামী খুলনা সদর থানার মামলা নং-২০, তাং-১৪/১২/২০১১ইং, জিআর-১৩১৫/১১ নং মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী। সে ফকিরহাটের বাহিরদিয়া গ্রামের ইনতাজ শেখের পুত্র।