ফকিরহাটে মূলঘরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

0
415

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে শনিবার সন্ধ্যায় ইউনিয়ন আ’লীগ কার্যালয় চত্ত¡রে আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু। ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সঞ্জিৎ মন্ডল ছোট এর সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক ও মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সংকর নাগ, কৃষকলীগের আহবায়ক ও পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামিম জামান পলাশ, ইউনিয়ন আ’লীগের সভাপতি আবু বকর শেখ, সাধারন সম্পাদক সুর্নিমল পাড়উ, আ’লীগ নেতা প্রজিৎ কুমার মজুমদার, মাফুজা খানম। এসময় অন্যান্যদের মধ্যে আ’লীগ নেতা ফেরদাউস সরদার, যুবলীগ নেতা ফারজানা আক্তার সেতু, শেখ আল-রাসেল, নাছির সরদার, সরদার আঃ কুদ্দুস, সহ দলীয় বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।