ফকিরহাটে টিন এইজ মেয়েদের স্বাস্থ্য ঝুকি বিষয়ক উদ্বুদ্ধকরন সভা

0
422

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট শেখ হেলাল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে টিন এইজ মেয়েদের স্বাস্থ্য ঝুকি মোকাবেলায় করণীয় শীর্ষক উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়। শেখ হেলাল উদ্দিন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন বাগেরহাট সিভিল সার্জন ডাঃ অরুন কুমার মন্ডল।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ। প্রভাষক মোসাঃ কামরুল নাহার শিউলীর সঞ্চলনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, সহকারি কমিশনার (ভুমি) প্রিয়াংকা পাল, ডেপুটি সিভিল সার্জন ডাঃ পুলক দেবনাথ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফেরদৌসী আক্তার, মেডিকেল অফিসার ডাঃ মৌসুমী ইয়াসমীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দিলদার হোসেন, শেখ হেলাল উদ্দিন ফাউন্ডেশনের সদস্য সচিব ও সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু প্রমূখ। এসময় ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, কাজি মোঃ মহসিন, খান শামিম জামান পলাশ, এ্যাডঃ হিটলার গোলদার, মোঃ শহীদুল ইসলাম, উপাধ্যক্ষ বৈদ্যনাথ হালদার সহ বিভিন্ন শিক্ষক ও ছাত্রী উপস্থিত ছিলেন।