ফকিরহাটে ইজিবাইক চালক হত্যার সাথে জড়িত সন্দেহে ৪জন আটক

0
345

এম জাকির হোসেন, ফকিরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাটে ইজিবাইক চালক মোঃ রবিউল ইসলাম (২৭) হত্যার সাথে জড়িত সন্দেহে মহিলা সহ ৪জনকে পুলিশ আটক করেছে। শনিবার ভোররাতে খুলনার লবনচোরা চাচিবুনিয়া এলাকা থেকে তাদেরকে আটক করেছে। এছাড়া ছিনতাইকৃত ইজিবাইকের অংশ বিশেষ লবনচোরার মোহম্মদপুর এলাকা থেকে উদ্ধার করেছে। আটককৃতরা হল বেলায়েত হোসেন মোল্লা ওরফে ভেলা (৬০), মোসাঃ ছোট বেগম (৩৫), রামপালের বুজবুনিয়ার মোঃ রবিউল ইসলাম (২৪), মোড়লগঞ্জের পুটিয়াখালীর মোঃ শহিদুল ফকির (৩৮)। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমর কুমার চাটার্জী জানান, আটককৃত আসামীরা ছিনতাইয়ের ইজিবাইক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত রয়েছে। তারা হত্যার সাথে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন দুপুরে আটককৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং তাদেরকে রিমান্ডের আবেদন করা হবে বলে তিনি জানান। অফিসার ইনচার্জ মোঃ আবু জাহিদ শেখ আটকের কথা ও ইউজিবাইকের অংশ বিশেষ উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করেন।

উল্লেখ্য, পুলিশ গত ১৯ নভেম্বর রাত আনুমানিক ৮টার সময় লকপুর ইউনিয়নের জাড়িয়া এলাকার মোঃ সাইদুল শেখের মৎস্য ঘেরের পাড় থেকে মোঃ রবিউল ইসলামের লাশ উদ্ধার করে। পুলিশের ধারনা মতে যাত্রী বেশী দুষ্কৃতকারীরা তাকে সুকৌশলে নিয়ে হত্যার পর উক্ত স্থানে ফেলে রেখে দেড়লক্ষাধিক টাকা মূল্যের ইজিবাইকটি নিয়ে যায়। এ ব্যাপারে দাকোপের নলিয়ান এলাকার মোঃ মোকসেদ আলীর পুত্র ও নিহতের শ্যালক শফিকুল ইসলাম নিজ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে সংশ্লিষ্ট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং-৬, তারিখ-২০/১১/২০১৭ইং, ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড।