নিজস্ব প্রতিবেদক:
”প্রানের জোড়াগেট কলোনী” পুনর্মিলনী উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বরিবার সকাল ১০টায় নগরীর জোড়াগেট সিএন্ডবি কলোনীস্থ বিপাশা ক্রীড়া চক্র মাঠে ” প্রানের সিএন্ডবি কলোনীর পুনর্মিলনী ২০১৯ উপলক্ষে এক বিশেষ সভা মীর মহিউদ্দিন আহমেদ রুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তৃতা করেন ,সৈয়দ তারিক বিন কামাল , মো: আব্দুস সালাম, গাজী হাফিজুর রহমান টুটুল,কাজী ইমরুল হাসান টিটো, সৈয়দ মাহবুব মোর্শেদ মাসুম, এম মিজানুর রহমান,আবু সালেহ নিউটন,মাহফুজ আলী পান্না, মাহমুদ আলী, এস এম শাহিন পারভেজ খোকন, নাজমুল হুদা চৌধুরী সাগর, মো: হুমায়ুন কবীর (সাংবাদিক), সামসুদোহা রনি,টিএম জাকির হোসেন, এমদাদুল হাসান মনা, এস এম ওমর উদ্দিন,জাহিদ হোসেন, শেখ কামরুজ্জামান কচি,দিলিপ কুমার ভাদুরী, আলিম উর রেজা নান্টু,লিয়াকত আলী, জাহাঙ্গীর হোসেন, জাহিদ হোসেন, কাজী শাহিন পারভেজ খোকন,নিজাম উদ্দিন, কৃষন্ন পদ ঘোষ, ওয়াহিদ সাদিক, হাবিবুর রহমান খোকন,আনোয়ারুল হক স্বাধীন,এস এম মাহমুদ আলী, এনামুল হক, সৈয়দ মাসুদুল আলম সম্পা, এমরান আহমেদ খান প্রিন্স, মো:আয়নাল, শোয়েব আহমেদ, সৈয়দ শাহারিয়ার শুভ প্রমুখ।
সভায় আগামী ২২ ফেব্রুয়ারী ২০১৯ তারিখে জোড়াগেট মাঠে জাকজমকপুর্ণভাবে পুনর্মিলনী করার সিন্ধান্ত গৃহিত হয় এবং অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের রেজিষ্ট্রেশন করার আহবান জানানো হয়।