খুলনাটাইমস: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগপত্র পাওয়ার পর দ্রুত মামলা নিষ্পত্তি করতে বিশেষ প্রসিকিউশন টিম গঠন করার প্রস্তুতি চলছে। ওই টিমে পছন্দমতো দুয়েকজন আইনজীবী রাখতে চায় আবরারে পরিবার। এই দাবি নিয়ে গতকাল বুধবার দুপুরে বুয়েট উপাচার্যের সঙ্গে দেখা করেছেন আবরারে মামা মোফাজ্জল হোসেন এবং মামাতো ভাই জহুরুল ইসলাম। পরেবিষয়টি জানিয়েছেন জহুরুল। তিনি বলেন, আবরার হত্যা মামলায় একটি বিশেষ প্রসিকিউশন টিম গঠন করা হবে। ওই টিমে আমরাও পছন্দ মতো দু’য়েকজন আইন বিশেষজ্ঞ রাখতে চাই। এ ব্যাপারে উপাচার্যের সহযোগিতা চেয়েছি। তিনি আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এসময় সেখানে ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক (ডিএসডাব্লিউ) মিজানুর রহমান, সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট আবুল সাত্তার ছিলেন। প্রসঙ্গত, গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় বুয়েটের ১৭তম ব্যাচের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবরার ফাহাদ রাব্বীকে। রাত ৩টার দিকে হলের দ্বিতীয় তলা থেকে আবরারের লাশ উদ্ধার করে কর্তৃপক্ষ। এ ঘটনায় একাধিক ভিডিও ফুটেজ পাওয়া যায়। আবরারকে হত্যার ঘটনায় তার বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পরে হত্যায় সংশ্লিষ্ট থাকার অভিযোগে বুয়েট ছাত্রলীগের ১৩ নেতাকর্মীসহ ২১ জনকে গ্রেফতার করা হয়।