প্রধানমন্ত্রীকে খানজাহান আলী থানা আ’লীগ’র শুভেচ্ছা ও অভিনন্দন

0
314

ফুলবাড়ীগেটে (খুলনা) প্রতিনিধি:
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গবেষণা সংস্থা দ্য ষ্ট্যাটিসটিক্রা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত করায় এবং শিশুদের টিকাদান কর্মসুচিতে ব্যাপক সাফল্যের জন্য সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা গ্লোবাল এ্যালায়েন্স ফর ভ্যাক্সিনেশন এ্যান্ড ইমিউনাইজেশন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো পুরষ্কার ও গৌরব মর্যাদা প্রদান করায় খানজাহান আলী থানা আওয়ামীলীগসহ থানার অন্তরগত পাচটি ওয়ার্ড আওয়ামীলীগ ও থানা যুবলীগ ডিজিটাল বাংলাদেশের রুপকার জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, সহ-সভাপতি বেগ আব্দুর রাজ্জাক রাজ, কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. শাকিল আহম্মেদ, সাধারণ সম্পাদক এফ এম জাহিদ হাসান জাকির, ৩৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, ৩৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক খান লিয়াকত, ৩৫নং ওয়ার্ড সভাপতি খান হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হক, ৩৬নং ওয়ার্ড সভাপতি আব্দুল হামিদ সরদার, সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী, খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন, যুগ্ন আহবায়ক মো. মিজানুররহমান রুপম, খানাবাড়ী যুব সংঘ ক্লাব ও লাইব্রেরীর সভাপতি আবু হেনা বাবলু, সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান লিটন, সাবেক মেম্বর সরদার শহিদুল ইসলাম, মো. শফিউদ্দিন শফিসহ ক্লাবের সর্বস্থরের নেতৃবৃন্দ।