নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি জাতীয় সংসদে কওমী মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদীস (তাকমীল) এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও এ্যারাবিক) এর সমমান দিয়ে বিল পাশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে রবিবার খুলনা নগরীতে একটি শুকরিয়া মিছিল বের হয়।
নগরীর জামেয়া মিল্লিয়া আরাবিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানা এ মিছিলের আয়োজন করে। মিছিলটি মাদ্রাসা থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় মাদ্রাসায় গিয়ে দোয়া আদায়ের মাধ্যমে শেষ হয়। শুকরিয়া মিছিলে শিক্ষকবৃন্দ ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শুকরিয়া মিছিলের আগে মাদ্রাসার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা শেখ আব্দুল্লাহ।
উক্ত সভায় বক্তৃতা করেন মাদ্রাসার শিক্ষকবৃন্দ যথাক্রমে শাইখুল হাদীস মাওলানা আজমল আলী, প্রবীণ মুহাদ্দিস মাওলানা শাহাদাত হুসাইন ও মাওলানা ছরোয়ার হুসাইন, শিক্ষা সচিব ও প্রবীণ মুহাদ্দিস মাওলানা মাহফুজুর রহমান, সহকারী শিক্ষা সচিব মাওলানা মাজহারুল ইসলম, আলেমে দীন মুফতী মাসুম বিল্লাহ, প্রধান মুফতী মাওলানা জাহাঙ্গীর হুসাইন, মুফতী সাঈদ হুসাইন প্রমুখ।