খুলনা টাইমস ডেস্ক :
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে খুলনা টাইটানসের অনুশীলনরবিবার বিপিএলে প্রথম ম্যাচ খেলবে খুলনা টাইটানস। ম্যাচের আগের দিন সিলেট বিভাগীয় স্টেডিয়ামে কঠোর অনুশীলন করেছেন মাহেলা জয়াবর্ধনের শিষ্যরা। খুলনার প্রথম প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। রবিবার সন্ধ্যা সাতটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
গত আসরে সাদামাটা দল নিয়ে একের পর এক চমক দেখিয়ে প্লেঅফ খেলেছিল খুলনা। কিন্তু দুই কোয়ালিফায়ারে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংসের কাছে হেরে ফাইনালে উঠতে পারেনি। এবার টাইটানস ভারসাম্যপূর্ণ দল। দলে যোগ দিয়েছেন রাইলি রোসো, কার্লোস ব্র্যাথওয়েট, কাইল অ্যাবট, মাইকেল ক্লিঞ্জারের মতো তারকা ক্রিকেটাররা। গতবারের ভুল শুধরে এবার সব বিভাগে শক্তি বাড়িয়েছে খুলনা।
শনিবার সকাল ১১ টায় প্রথম গ্রুপ মাঠে আসে খুলনা টাইটানসের। প্রথম গ্রুপে ছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, মাইকেল ক্লিঞ্জার, রাইলি রোসো, কার্লোস ব্র্যাথওয়েট, বেনি হাওয়েল, আরিফুল হক, কাইল অ্যাবট, শফিউল ইসলাম, মোশাররফ হোসেন, আবু জায়েদ রাহি ও আকিলা ধনঞ্জয়া।
দ্বিতীয় গ্রুপের গাড়ি যখন মাঠে ঢোকে, তখনও রিয়াদ আর ক্লিঞ্জার নেটে ব্যাটিং করছিলেন। সেক্কুগে প্রসন্ন, চ্যাডউইক ওয়ালটন, নাজমুল হোসেন শান্ত, ইমরান আলী, মুক্তার আলী, ধীমান ঘোষ, রাব্বি মাহমুদ, জোফরা আর্চার, তানভীন ও নিকোলাস পুরানরা দ্বিতীয় গ্রুপে মাঠে আসেন।
ফুটবল খেলেও অনুশীলন করেন মাহমুদউল্লাহরাঅস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্লিঞ্জার অনুশীলনে সবচেয়ে বেশি সিরিয়াস ছিলেন। দুই দফা নেটে ব্যাটিং করার পাশাপাশি সেন্ট্রাল উইকেটে ব্যাটিং করেছেন তিনি। দ্বিতীয় গ্রুপ মাঠে ঢোকার পর নেট শেষ করে ক্লিঞ্জার কিছুক্ষণ কথা বলেন কোচ মাহেলা জয়াবর্ধনের সঙ্গে। এরপরই চলে যান সেন্ট্রাল উইকেটে। সেখানে প্রায় ১০ মিনিট পাওয়ার শট খেলেন তিনি। ততক্ষণে ঘড়িতে প্রায় দুইটা। সব মিলিয়ে তিনটা পর্যন্ত অনুশীলন করেছে খুলনা টাইটানস।
বাংলা ট্রিবিউনের এক প্রশ্নে ক্লিঞ্জার বলেছেন, ‘আশা করি দারুণ একটা টুর্নামেন্ট হবে। আমাকে সুযোগ দেওয়ার জন্য খুলনাকে ধন্যবাদ জানাই। খুলনা টাইটানসের হয়ে মাঠে নামতে মুখিয়ে আছি।’
‘ফাটিয়ে দে গুঁড়িয়ে দে, উইকেট চুরমার, ব্যাটের ধোলাই লাগিয়ে দে ভাই, মার ছক্কা চার…’- বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে খুলনা টাইটানসের থিম সং। গানের প্রতিটি কথা নিশ্চয়ই বাস্তবায়িত করতে চাইবেন মাহমুদউল্লাহরা। লক্ষ্যপূরণে রবিবার বিপিএল জয়ের মিশন শুরু করবে খুলনা টাইটানস।