প্রকাশ্য দিবালোকে ডাকাতকে জবাই করে হত্যা

0
670

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর বাজারে মঙ্গলবার বিকেলে প্রকাশ্য দিবালোকে মানসুর শেখ (৪৫) ওরফে মানসুর ডাকাত কে সশস্ত্র দুবৃর্ত্তরা কুপিয়ে গলাকেটে হত্যা করেছে। সে রামচন্দ্রপুর ইউনিয়নের পাড়কুমারখালী গ্রামের মৃত. আব্দুল বারেক শেখের পুত্র। নিহত মানসুর শেখ ডাকাতি, বাবুল হত্যা, চাঁদাবাজি সহ একাধিক মামলার আসামী ।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকাল ৪ টার দিকে বৌলপুর বাজারের একটি চায়ের দোকানের সামনে মানসুর শেখ দাড়িয়ে থাকা অবস্থায় ৫/৬ জনের সশস্ত্র দুবৃর্ত্ত তার উপর আতর্কিত হামলা চালায়। তার তাকে প্রকাশ্যে কুপিয়ে জখম ও জবাই করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে জানা গেছে। ইউনিয়ন বিএনপি’র একটি নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে মানসুর শেখ যুবদলের কর্মী বলে দাবি করেছে
থানা অফিসার ইন চার্জ মো. রাশেদুল আলম জানান, মানসুর ডাকাত ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। তার বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় ১৭ টি মামলা রয়েছে। তিনি বিকেলেই ঘটনাস্থল পরিদর্শন করেন।##