প্রকাশিত সংবাদের প্রতিবাদ

0
780

গত ৭ জুলাই খুলনা টাইমসের অনলাইন সংস্করণে এবং ৯ জুলাই সাপ্তাহিক খুলনা টাইমসে ৩য় পাতায় পশ্চিম বঙ্গের নাগরিক শ্যামল কৃঞ্চ মিস্ত্রী খুলনা জোনাল সেটেলমেন্টের ডি-ম্যান শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে । উক্ত সংবাদে আমাকে জড়িয়ে যে তথ্য পরিবেশন করা হয়েছে তা আদৌ সত্য নয় । আমি শ্যামল কৃঞ্চ মিস্ত্রী কোনরুপ দ্বৈত নাগরিক নয় । আমি বাংলাদেশী এবং বাঙ্গালী । এই দেশে আমার জন্ম । জন্ম সূত্রে আমি এই দেশের নাগরিক বলেই আমি একজন সরকারী চাকুরী জীবী । অথচ আমার এবং আমার পরিবারের সুনাম ক্ষুন্ন করতে একটি কুচক্রি মহল (আমারই পরিবারের কতিপয় সদস্য) ব্যাক্তি স্বার্থ চরিতার্থ করতে সাংবাদিকদের মিথ্যা তথ্য সরবরাহ করে আমার চাকুরী ও পারিবারিক জীবনকে অতিষ্ঠ করতে দীর্ঘদিন যাবত তৎপর রয়েছে । তারই অংশ হিসেবে আমার পরিবারের কতিপয় সদস্য মক্ষিরানী জোরপূর্বক ব্যাবসা প্রতিষ্ঠান দখল ঢেকে দিতে সাংবাদিকদের মিথ্যা তথ্য সরবরাহ করে সংবাদ পরিবেশন করিয়েছে । এর আগেও আমাকে হয়রানী করতে বিভিন্ন মিথ্যা বানোয়াট প্রপাগন্ডা ছড়িয়েছে, কোনরুপ ক্ষতি সাধনে ব্যার্থ হয়ে জালিয়াতির মাধ্যমে আমার নামে ভারতের রেশন কার্ড, ভোটার আইডি কার্ড এবং আদার কার্ড তৈরী করে আমাকে দ্বৈত নাগরিক হিসেবে প্রমানের চেষ্টায় লিপ্ত রয়েছে। আমি সাংবাদিক ভাইদের মক্ষিরানী ও তার সহযোগিদের সরবাহকৃত মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন না করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি এবং প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । পাশাপাশি ভব‌্যিস্বতে আমাকে ও আমার পরিবার নিয়ে এ ধরনের মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে সবিনয় অনুরোধ করছি ।
প্রতিবাদান্তে-
শ্যামল কৃঞ্চ মিস্ত্রী