পুরান ঢাকা মাতালেন সাকিব-আফ্রিদিরা

0
313

খুলনা টাইমস ক্রীড়া ডেক্স : বৃষ্টির হানায় থমকে গেছে নগর জীবন| অনাকাঙ্ক্ষিত রেইনে’র প্রভাব পড়েছে খেলার মাঠেও| বুধবার সকাল থেকে ঝরে যাওয়া ঝিরিঝিরি বৃষ্টির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে| বৃহস্পতিবারও থামেনি প্রকৃতির কান্না| তবে এমন আবহাওয়ার মধ্যেও পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনা লালবাগ কেল্লার সামনে গলি ক্রিকেট খেলে দর্শক মাতিয়ে রাখলেন বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের ক্রিকেটাররা|

থেকে থেকে বৃষ্টি নেমেছে| যদিও এটা বাধা হয়ে দাঁড়াতে পারেনি| সাকিব আল হাসান, শহীদ আফ্রিদি, এভিন লুইস, কুমার সাঙ্গাকারা, কাইরন পোলার্ড, সুনীল নারাইন, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু হায়দার রনিরা এদিন আরও একবার তাদের শৈশবে ফিরে গিয়েছিলেন| গলির ক্রিকেট খেলে মাতিয়ে রেখেছিলেন পুরান ঢাকার ক্রিকেটমোদীদের এই ম্যাচে সাকিব-আফ্রিদিদের প্রতিপক্ষ ছিল পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওমেরা এলপিজি|

সাকিব, সাঙ্গাকারা, পোলার্ড, আফ্রিদিদের দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল লালবাগ কেল্লার সামনে| প্রথমে ব্যাট করতে নেমে সাকিবরা প্রতিটি বলই বাউন্ডারিতে পাঠাতে চাচ্ছিলেন| দর্শকরাও চাচ্ছিলেন প্রতিটি বল যেন বাউন্ডারি হয় কারণ বলটি যে ধরতে পেরেছেন সেটাই তার হয়ে গেছে| ম্যাচ শেষে উপস্থিত দর্শকদের মাঝে ব্যাট, বল, ক্যাপ এবং জার্সি বিতরণ করেন ঢাকা ডাইনামাইটসের খেলোয়াড়রা|