পীর সাহেব চরমোনাই রহ.-এর আপোসহীন ভুমিকা ভবিষ্যতে ইসলামী বিপ্লবের জন্য মাইলফলক

0
424
 মাওলানা সৈয়দ ফজলুল করীম রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় বিশিষ্ট রাজনীতি ও শিক্ষাবিদগণ বলেছেন, মাওলানা সৈয়দ ফজলুল করীম রহ.এর আপোসহীন ভূমিকা ভবিষ্যতে ইসলামী বিপ্লবের জন্য মাইলফলক হয়ে থাকবে। তিনি ছিলেন আপোসহীন রাজনৈতিক মহাপুরুষ। তাঁর আপোসহীনতার কারণে প্রচলিত দুষিত, কলুষিত ও নোংরা রাজনীতিতে তাঁকে আচ্ছন্ন করতে পারেনি। তিনি ইসলামবিরোধী নারী নেতৃত্ব ও প্রচলিত রাজনীতির উর্ধ্বে সহীহ ইসলামী ধারার প্রবর্তক ছিলেন। তিনি ছিলেন মুসলিম চেতনাবোধ জাগরণের পথিকৃত্। তিনি বলেন, বাংলাদেশের মুসলমানদের মুসলিম চেতনাবোধ জাগ্রত করতে আধ্যাত্মিকতা ও রাজনীতির সবক দিয়ে নতুনধারার দৃষ্টভঙ্গি সৃষ্টি করেছিলেন শায়খ সৈয়দ ফজলুল করীম পীর সাহেব চরমোনাই (রহ)। ফয়জুল করীম বলেন, মুসৃলমানদের মহান শ্রষ্ঠার দিকে ফিরে যেতে “তায়াল্লুক মায়াল্লা” (আল্লার সাথে সর্ম্পকের) থিওরী দিয়েছিলেন। তার লাখ লাখ অনুসারীদেরকে আধ্যাতœবাদের শিক্ষা প্রদানের মাধ্যমে দুনিয়া ও পরজগতে শান্তি লাভের কথা বলেছেন। তারা বলেন, তরিকতের লাইনে একজন প্রখ্যাত আধ্যাত্মিক সাধক হয়েও তিনি আজীবন সংগ্রাম করে গেছেন রাষ্ট্র, সমাজ, অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতিকে ইসলামের আলোকে গড়ে তুলতে। তিনি ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন জীবনের সকল পর্যায়ে এবং এ সংগ্রামকে তিনি উত্তম ইবাদত মনে করেছেন। মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করীম রহ. ছিলেন একজন নীতিনিষ্ঠ রাজনীতিক। পূর্বসূরী আউলিয়ায়ে কেরামের মতো তিনিও প্রচলিত ধারার শুধু ক্ষমতা বদলের রাজনীতি পছন্দ করতেন না। তিনি বলতেন-“প্রচলিত পদ্ধতিতে কেয়ামত পর্যন্তও যদি ক্ষমতার হাত বদল হয়, তবুও জনতার মুক্তি আসবে না।” তিনি নীতি ও সাংবিধানিক কাঠামোর পরিবর্তন চেয়েছেন। তিনি রাজনীতি ও প্রচলিত নির্বাচন পদ্ধতির গুণগত পরিবর্তন চেয়েছেন। তিনি বলতেন, “শুধু নেতার পরিবর্তন আর ক্ষমতার হাত বদল হলেই শান্তি আসতে পারে না।
১০ নভেম্বর শুক্রবার বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন আয়োজিত পাক-উপ মহাদেশের প্রখ্যাত বুজুর্ক ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম রহ.এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়ধ মোহাম্মদ ফয়জুল করীম। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কেএম আতিকুর রহমানের সভাপতিত্বে সেক্রেটারী জেনারলে মাওলানা নেছার উদ্দিন ও মাওলানা কাওছার বাঙ্গালীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. মাইমুল আহসান খান, রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন, ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. মাওলানা ঈসা শাহেদী, অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।