দেবহাটা(সাতক্ষীরা)প্রতিনিধি:
দেবহাটার পারুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সাড়ে ৭টার দিকে পারুলিয়া কাশেমপার্ক এলাকায় অভিযান চালিয়ে উক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল হামিদ(৪৫) কে আটক করে। মাদক ব্যবসায়ী হলেন পারুলিয়া গ্রামের মৃত. কেরামত আলীর পুত্র। এসময় তার কাছে একটি প্লাস্টিকের কৌটায় ইয়াবা উদ্ধার হয়। অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা ডিবি পুলিশের এসআই বিজয় মজুমদার, মদন মোহন সরকার, এএসআই গোলাম রেজা। উল্লেখ্য যে, উক্ত মাদক ব্যবসায়ী আব্দুল হামিদ ইতোপূর্বে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বহুবার আটক হয়েছেন।