অনলাইন ডেস্কঃ
পাবনার বেড়া উপজেলায় তুহিন হোসেন নামের এক ব্যক্তি নেশার টাকার জন্য মা, ছোট ভাই ও আপন খালাকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার ভোররাতে উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের সোনাপদ্মা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বুলি খাতুন (৪০), ছোট ভাই তুষার হোসেন (১০) ও আপন খালা নছিমন খাতুন (৪৫)।
পরিবারের বরাত দিয়ে বেড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশিষ বিন হাসান জানান, বুধবার ভোর রাত চারটার দিকে সোনাপদ্মা গ্রামের মিঠু হোসেনের বড় ছেলে তুহিন হোসেন ধারালো অস্ত্র দিয়ে তার মা বুলি খাতুন, ছোট ভাই তুষার ও আপন খালা নছিমন খাতুনকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে।
খবর পেয়ে সকালে পুলিশ বাড়ির উঠোন থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে হত্যাকারী তুহিন পলাতক রয়েছে। হত্যার কারণ জানা যায়নি। তবে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
তুহিনের স্ত্রী রুনা খাতুন পুলিশকে জানিয়েছেন, দুই মাস আগে তার স্বামী টাইফয়েড জ্বরে আক্রান্ত হন। তারপর থেকে তুহিন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। এরপর থেকে সে তুচ্ছ ঘটনায় মানুষের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়ত।