টাইমস্ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার চম্পকনগর ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- নূরপুর গ্রামের মোতালিব মিয়ার মেয়ে শারমিন (৯) ও একই ইউনিয়নের ছতরপুর গ্রামের মিজান মিয়ার মেয়ে জান্নাত (৮)।
স্থানীয়রা জানান, জান্নাত নূরপুর গ্রামে তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল। বিকেলে জান্নাত ও শারমিন বাড়ির পাশে একটি খালে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
চম্পকনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিদুল হক দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।