পাইকগাছায় ২য় দফায় মুজিববর্ষের ঘর পাচ্ছেন ৩শ’ ভূমিহীন পরিবার

0
230

নিজস্ব প্রতিবেদক:
পাইকগাছায় ২য় দফায় মুজিববর্ষের ঘর পাচ্ছেন আরো তিনশ’ ভূমিহীন পরিবার। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র ও ভূমিহীন পরিবারের মাঝে এসব ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি খাস জমিতে নির্মানাধীন এসব ঘর নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী নিয়মিত এসব ঘরের নির্মাণ কাজ পরিদর্শন ও তদারকি করছেন। যার ধারাবাহিকতায় বুধবার (৯ জুন) সকালে তিনি উপজেলার বাইশারাবাদ ও গোলাবাটি এলাকার গৃহনির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের গৃহনির্মাণ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত ও একই সাথে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করতে নির্মাণ শ্রমিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ২য় দফায় উপজেলায় আরো তিনশ’ দরিদ্র ও ভূমিহীন পরিবারের জন্য এসব রঙিন ঘর নির্মাণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে প্রথমত বসবাস উপযোগী সরকারী খাস জমি চিহ্নিত ও পরে ঐসকল স্থানে এ সব ঘর নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে প্রকল্পের ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। এসময় তিনি আরো বলেনর, প্রধানমন্ত্রী’র উদ্বোধনের আগেই প্রকল্পের সমুদয় কাজ সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

খুলনা টাইমস/এমআইআর