পাইকগাছায় সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লিটনকে হুমকির ঘটনায় থানায় জিডি

0
121

নিজস্ব প্রতিবেদক:
করোনা মহামারীতে সদ্য স্থগিত হওয়া প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউপির সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ জাকির হোসেন লিটনকে নির্বাচন না করতে বাড়ি থেকে বের হলে মাথা ফাটিয়ে দেয়া হবে বলে হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাকির হোসেন পাইকগাছা থানায় একটি জিডি করেছেন। অভিযোগ ও জিডিতে জানানো হয়, উপজেলার গদাইপুর ইউপির ঘোড়া প্রতিকের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ জাকির হোসেন লিটন গত ৯ এপ্রিল বিকেল আনু: ৫টার দিকে স্থানীয় পিচের মাথা নামক মোড়ে জনৈক আনিচের চায়ের দোকানে চা পানের উদ্যেশ্যে যায়। এসময় মেহেদী হাসান নান্টুসহ আরো দু’জন শেখ জাকির হোসেন লিটনকে দোকান থেকে ডেকে বের করে তাকে বাড়ি থেকে বের হতে নিষেধ করে ও অশ্লীল ভায়ায় গালি দেয়। এসময় তিনি কারণ জানতে চাইলে নান্টু তাকে বলে নৌকা প্রতিকের বিরুদ্ধে নির্বাচন করলে বাড়ি থেকে বের হওয়া যাবেনা। যদি বের হয় তাহলে, তাকে মাথা ফাটিয়ে দেয়ার হুমকি দিয়ে চলে যায়। জাকির হোসেন লিটন বলেন, মেহেদী হাসান নান্টু গদাইপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। হুমকির ঘটনায় থানায় জিডি হয়েছে জিডি নং ৫৩৪। তারিখ: /১০/০৪/২১ ইং। অভিযোগের বিষয়ে মেহেদী হাসান নান্টু সাংবাদিকদের বলেন, জাকির হোসেন লিটনের সাথে তার তেমন কিছু হয়নি, যাতে তার বিরুদ্ধে অভিযোগ করা যায়।