পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় প্রেমিক-প্রেমিকা অজানার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার পর ভালোবাসা দিবসে শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ প্রেমিক ও তার মা-বাবাকে আটক করেছেন। এ ঘটনায় আটক প্রেমিক ও তার মা-বাবার বিরুদ্ধে থানায় অপরহণ মামলা করেছেন স্কুল শিক্ষার্থীর পিতা উপজেলার কাঠিপাড়া গ্রামের উদয় কুমার দাশ।
থানার মামলা ও স্থানীয় সুত্রে জানাগেছে, প্রতিবেশী আত্মীয়তার সুত্র ধরে বটিয়াঘাটা বারোআড়িয়া গ্রামের সুজিত বিশ্বাসের কলেজ পড়ুয়া ছেলে মৃত্যুঞ্জয় বিশ্বাসের সাথে কাঠিপাড়ার এ স্কুল শিক্ষার্থীর সাথে পরিচয় হয়। এক পর্যায়ে তা প্রেমে গড়ায়। সুত্র জানিয়েছে, গত ১৬ দিন পুর্বে দু’শিক্ষার্থী আজানার উদ্দেশ্যে পাড়ি দেয়। কলেজ ছাত্রের মা-রীনা বিশ্বাস জানান, গণ্যমান্য ব্যক্তি ও বারোআড়িয়া ক্যাম্প পুলিশের সহায়তায় স্কুল শিক্ষার্থীকে তার বাবা-মার কাছে হস্তান্তর করি। এর ক’দিন যেতে না যেতেই দুই শিক্ষার্থী বাড়ী থেকে আবারোও পালিয়ে যায়। অনুপায় হয়ে শেষ পর্যন্ত কন্যার পিতা থানার দ্বারস্থ হন। খোঁজাখুঁজির এক পর্যায়ে ১৪ ফ্রেব্রুয়ারী সোমবার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কলেজ ছাত্রের মা-রীনা বিশ্বাস ও বাবা সুজিত বিশ্বাসকে থানা হেফাজতে আনেন। এর পর বটিয়াঘাটার কৃষ্ণনগর থেকে ছাত্রীকে উদ্ধার পুর্বক প্রেমিক মৃত্যুঞ্জয়কে পুলিশের এসআই মোঃ আছাদুজ্জামান আটক করেন। এদিকে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে অপহরণ ও এ কাজে সহযোগিতার অভিযোগে বাবা উদয় কুমার দাশ বাদী হয়ে কলেজ ছাত্র মৃত্যুঞ্জয় বিশ্বাস ও তার মা-বাবার বিরুদ্ধে থানায় অপহরণ মামলা করেছেন,যার নং-৬। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ আছাদুজ্জামান বলেন, মঙ্গরবার সকালে ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য খুমেক হাসপাতালে পাঠানো সহ আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।